ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশকেই ফেভারিট মানছেন সুজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২২ মে ২০১৮

আগামী জুনে আফগান স্থানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলেতে মাঠে নামবে বাংলাদেশ। সূচি ঘোষণা হয়েছে বহু আগে।  এখন চলছে আলোচনা সমলোচনা। অবশ্যই  আলোচনা মধ্যে বার বার উঠে আসছে আফগানদের দুই স্পিনারকে ঘিরেই সীমাবদ্ধ। রশিদ খান ও মুজিব-উর-রহমানকে কীভাবে সামলাবে বাংলাদেশ—ঘুরেফিরে এ আলোচনাই হচ্ছে। তবে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ এ নিয়ে খুব একটা চিন্তিত নন।

আফগানিস্তানের হোম সিরিজ হলেও সংগত কারণেই ভারতের দেরাদুনে হচ্ছে দ্বিপক্ষীয় এই সিরিজ। দেরাদুনের উইকেটকে মাথায় রেখেই রশিদ-মুজিবকে নিয়ে অতটা চিন্তা করছেন না মাহমুদ। আর যদি উইকেট স্পিনবান্ধবও হয়, বাংলাদেশের বোলারদের ওপর আস্থা আছে তাঁর, ‘আমার মনে হয় না খুব একটা স্পিনবান্ধব উইকেট হবে। আমার মনে হয়, উইকেটে বাউন্স থাকতে পারে। শুনলাম অনেক ঘাস আছে। আমাদের সিরিজ শুরুর আগে সাতটার মতো ম্যাচ হবে ওই গ্রাউন্ডে। তখন হয়তো ঘাস কমে যাবে। বাউন্স থাকতে পারে। আর স্পিন ফ্রেন্ডলি হলে আমাদের জন্যও ভালো। ওরাও স্পিনে এত ভালো, তা নয়। যে রকম উইকেটই হোক না কেন, আমরা প্রস্তুত।’

আইপিএলে দারুণ ফর্মে আছেন লেগ স্পিনার রশিদ ও অফ স্পিনার মুজিব। তাঁদের এমন ফর্ম ভাবালেও পুরো ম্যাচ বিবেচনায় রশিদ-মুজিব অতটা গুরুত্ব পাচ্ছেন না, ‘আমরা ওইভাবে নিচ্ছি না। দুই স্পিনার বাদেও ১২টা ওভার ব্যাট করতে হবে।’আর স্কিলের দিক থেকে বাংলাদেশ দলই এগিয়ে বলে মনে করেন মাহমুদ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তান এগিয়ে থাকলেও স্বাভাবিক খেলা খেললে সিরিজটা বাংলাদেশেরই নাকি জেতা উচিত, ‘আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি। সিরিজ জিতলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাব। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোনো কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল। আমাদের ব্যাটিং, বোলিং ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমাদের ডিসিপ্লিন ঠিক রাখি, ভালো ক্রিকেট খেলি, তাহলে আমার মনে হয়, যেকোনো সময়, যেকোনো দিন আফগানিস্তানকে হারাতে পারি।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি