ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এখনো থামেনি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১২ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:০৮, ১২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা ছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে বাংলাদেশকে পিছিয়ে দেয়া। বিশিষ্ঠজনেরা বলছেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এখনো থামেনি। চক্রান্তকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। 

হাজার বছরের পরাধীন বাঙালিকে মুক্তি দিতেই মহামানবের আবির্ভাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের পরশ পাথরেই মেলে মুক্তি। অথচ স্বাধীন দেশেই গভীর ষড়যন্ত্রে হত্যা করা হয় জাতির পিতাকে। 

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে উল্টোপথে যাত্রা। অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা হয়। পাকিস্তানি আদর্শে বিশ্বাসী সেই ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে এখনো সক্রিয়। তাদের এখনকার লক্ষ্য বাংলাদেশের উন্নয়নের গতিকে থামিয়ে দেয়া। 

নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক মো. আলী শিকদার বলেন, "একাত্তরের পরাজিত গোষ্ঠী এবং আন্তর্জাতিক গোষ্ঠী যারা বাংলাদেশকে হত্যা করতে চায় তারা পরিকল্পনা নিয়ে সম্মিলিতভাবে এগোচ্ছে, বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, "যারা এই ত্রিশ লক্ষ মানুষকে হত্যার সাথে জড়িত তারা কিন্তু এ দেশেই রয়ে গেছে এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। 

অদম্য বাঙালী জানে ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে সামনে এগোতে হয়। 

আরেফিস সিদ্দিকী বলেন, "কখনো ভোলা যাবেনা যে জাতির পিতাকে যারা হত্যা করতে পারে তারা তো বাংলাদেশকেই হত্যা করতে পারে। আমরা যারা স্বাধীনতার চেতনাকে ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি তাদেরই ঐক্যবন্ধ থেকেই এই জায়গায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"

মো. আলী শিকদার বলেন, "রাজনৈতিক পন্থা, রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিকভাবেই এই মুক্তির সন্ধান করতে হবে। যারা এই ষড়ডন্ত্রের রাজনীতি করছেন তাদের ষ্বরূপটা উন্মোচন করতে হবে তরুণ প্রজন্মের মধ্যে।"

ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদের স্বরুপ উন্মোচনে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনও শক্তির মুল আধার বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি