ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতার স্বর্ণ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৯ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:৫৬, ২৯ নভেম্বর ২০২২

২৪ তম ডিজিকন ৬ এশিয়া এওয়ার্ড অনুষ্ঠানে গোল্ড ক্যাটেগরিতে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা নূর ই আলম তৈমুর।

গত ১৯ নভেম্বর-২০২২ জাপানের টোকিওতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের পর এই চলচ্চিত্র নির্মাতাকে জাপানের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। 

জাপানে এই সম্মানজনক সফরে বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা তৈমুর জাপানি সংস্কৃতির অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি এশিয়ার চলচ্চিত্র জগতের নির্মাতাদের সাথে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে কাজ করেছেন।

TBS Television Co. Ltd. এবং জাপানের মিনিস্ট্রি অফ ইন্টারন্যাল অ্যাফেয়ারস অ্যান্ড কমিউনিকেশনস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য এশিয়ার আগামী চলচ্চিত্র নির্মাতাদের দর্শকদের সামনে নিয়ে আসা।

এ বছর, হংকং-এর একটি চলচ্চিত্র 'মাই ডিয়ার সন' DigiCon6 Asia প্রতিযোগিতার গোল্ড অ্যাওয়ার্ড এবং জাপানের চলচ্চিত্র 'ম্যাগনিফাইড সিটি গ্রান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশের অ্যানিমেশন ল্যাব 'স্টুডিও পদ্মা'-এর সিইও এবং DigiCon6 Bangladesh-এর সংগঠক শুন্সকে মিজুতানি এই সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার আশা প্রকাশ করেছেন।

পেশায় বাংলাদেশের আইসিটি বিভাগের DIKKHA প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট নূর ই আলম তৈমুর চলচ্চিত্র নির্মাণকে ধারণ করেন তার হৃদয়ে। তিনি বিশ্বাস করেন, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশী চলচ্চিত্রের ডাক পৌঁছে যাবে সারা বিশ্বের কাছে, সগৌরবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি