ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে অফিস খুলছে গুগল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২২ ডিসেম্বর ২০১৭

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

দিন দিন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফলে বাংলাদেশে কার্যক্রম বাড়াতে কাজ করছে গুগল। ইতোমধ্যে ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে অফিস করার বিষয়ে চিন্তা ভাবনা করছে। এর আগে রাজধানীর একটি হোটেলে ডাটালি অ্যাপের উন্মোচন উপলক্ষ‍ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুগলের এশিয়া প্যাসেফিকের ইন্ডাস্ট্রি হেড গোলাম কিবরিয়া।

তিনি জানান, গুগল বাস, বাংলায় গুগল অ্যাডসেন্স, বাংলাদেশ থেকে প্লেস্টোরে অ্যাপ বিক্রি ও গুগল স্ট্রিট ভিউসহ অনেক সুবিধা চালু করেছে। গুগল চায় বাংলাদেশের ব্যবহারকারীরা যেন আরও সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। গুগল বাংলাদেশে আইসিটি ইকোসিস্টেম ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছে। বাংলাদেশে গুগলের অফিস নেই। কবে নাগাদ দেশে গুগলের অফিস করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী তিন বছরের মধ‍্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে যাবে।

দেশের এই বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়ে ভাবছে গুগল। সেই ভাবনা থেকে গুগল কর্তৃপক্ষ বাংলাদেশে অফিস করার কথা চিন্তা করছে। তবে কবে নাগাদ গুগলের অফিস বাংলাদেশে খোলা হবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।

 

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি