ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে অর্থায়ন করবে জাপান ব্যাংকিং করপোরেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশের মেগা প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে জাপানভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সুমিতোমো মিটসু ব্যাংকিং করপোরেশন। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এ করপোরেশনের সিঙ্গাপুর শাখার চার ঊর্ধ্বতন কর্মকর্তা সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।

অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সুমিতোমো মিটসু ব্যাংকিং করপোরেশনের প্রতিনিধি দলে ছিলেন সিঙ্গাপুর শাখার হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট (এশিয়া) রাজভি কানান, হেড অব প্রজেক্টস অ্যান্ড এক্সপোর্ট ফিন্যান্স (এশিয়া) লুকা টোনেলো, হেড অব এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফাইন্যান্স (এশিয়া) জেনি শো এবং এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফাইন্যান্স (এশিয়া) ভাইস প্রেসিডেন্ট প্রেম রাজ সুমন।

পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আই উইল ভেরি হ্যাপি টু রিসিভড দেম। হ্যাপিনেসের কারণটা হল- আমরা তো এখন মেগা প্রজেক্টে যাচ্ছি, এটা নিয়েই আলোচনা হল।

বাংলাদেশ এখন মেগা প্রকল্পে অর্থায়ন চাইছে জানিয়ে মুহিত বলেন, পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে কোনো সমস্যা নেই। আরও অনেকগুলো মেগা প্রকল্প আছে। রেল, পায়রা বন্দর; এ রকম প্রকল্প নিয়ে আলোচনা করেছি।

বাংলাদেশের মেগা প্রকল্পের অর্থায়নে তাদের আগ্রহের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নির্দিষ্ট পরিমাণের কোনো অর্থ চাওয়া হয়নি। আমি তাদের (প্রকল্পগুলো সম্পর্কে) ধারণা দিয়েছি- কোনোটা পাঁচ বিলিয়ন ডলার, রেলওয়ে প্রকল্প ১০০ বিলিয়ন ডলার।

বিশেষ কোনো প্রকল্পে ব্যাংকিং করপোরেশনটি অর্থায়নের আগ্রহ জানিয়েছে কী না- এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, না, বিশেষ কোনো প্রজেক্টে নয়, তারা সব প্রজেক্ট সম্পর্কেই জানেন।

বাংলাদেশের মেগা প্রকল্পে অর্থায়ন করলে সুদের হার কেমন হবে- সে বিষয়ে স্পষ্ট করে কিছু না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, খুবই ভালো। বেস্ট সুদের হার হল কোরিয়া, সেকেন্ড জাপান, দেন চায়না।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি