ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে আর ফিরবেন না ডমিঙ্গো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ২৮ ডিসেম্বর ২০২২

রাসেল ডোমিঙ্গো

রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তিনি বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলেই জানায় বিসিবি।

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টেস্ট সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর তার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে তিনি আর ফিরবেন না বলেই জানা গেছে বিসিবি সূত্রে। এর আগে ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়ে আসা হয় ভারতের শ্রীধরণ শ্রীরামকে। এবার সব ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে ডমিঙ্গোকে। তার না থাকার বিষয়টি স্পষ্ট হচ্ছিল গত কয়েকদিনে বিসিবি কর্মকর্তাদের বক্তব্যেও।

ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘ভালো কোচের’ সন্ধানে আছেন তারা। ওই সময় কোচিং স্টাফে পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এরপর একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব পান ডমিঙ্গো। এরপর থেকে জাতীয় দলের সঙ্গে কাজ করে আসছিলেন তিনি। তার অধীনে মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে। 

তবে সামগ্রিকভাবে তার পারফরম্যান্সে খুশি ছিল না বিসিবি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি