ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে আসছেন মিয়ানমারের পুনর্বাসনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৪ এপ্রিল ২০১৮

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মিয়াত আয়ে আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক উপদেষ্টা মন্ডলীর একটি দল মিয়ানমারের মন্ত্রীর বাংলাদেশে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। উপদেষ্টা বোর্ডের সদস্য ও সাবেক থাই ডেপুটি প্রধানমন্ত্রী সুরাকিয়ার্ট সাথিরাথাই বলেন, ইতোমধ্যে ৭০০ রোহিঙ্গার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা খুব শিগগিরই দেশটিতে ফেরত যাবে।

ওই বোর্ডের সদস্যরা আরও জানায়, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রতিনিধি দলকে মিয়ানমারে সফর করতে দেওয়া হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে নিতেও একমত হয়েছেন বলে জানান সুরাকিয়ার্ট।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস (সিঙ্গাপুর)
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি