ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে ঘানার প্রথম ‘অনারারি কনসাল’ নিযুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১ ডিসেম্বর ২০২২

বাংলাদেশে ঘানার ‘অনারারি কনসাল’ হিসেবে নিযুক্ত হয়েছেন ইব্রাহিম দাউদ মামুন (ইমরান)। সোমবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান এম আমানুল হক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে নিযুক্তির চূড়ান্ত পত্র দেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ঘানার ‘অনারারি কনসাল’ নিযুক্ত হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইব্রাহিম দাউদ মামুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি পেশায় একজন খ্যাতিমান ব্যবসায়ী ও শিল্পপতি এবং তিনি বিলাল ট্রেডিং লিমিটেডের পরিচালক।

এ ছাড়া তিনি কাই বাংলাদেশ অ্যালুমিনিয়াম লিমিটেড, অ্যালটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গারদা শিল্ড সিকিউরিটি সার্ভিস, প্রিন্স ইলেক্ট্রিক্যাল, প্যারাগন এক্সপোর্ট লিমিটেড এবং কাইরোজ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সদস্য।  

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি