ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে ঢুকেছে চল্লিশ হাজার রোহিঙ্গা : জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৪ আগস্ট থেকে সেনাবাহিনীর অভিযান শুরুর পর জীবন বাঁচাতে গত এক সপ্তাহে প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে শরণার্থীদের বড় অংশ এসে জড়ো হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে। সেখানে রাস্তার ধারের প্রতিটি জায়গা এখন শরণার্থীতে ভরা বলে জানান তিনি।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর ওপর নির্দেশ রয়েছে তারা যেন রোহিঙ্গা শরণার্থীদের ঢুকতে না দেয়।

কিন্তু তারপরও প্রতিদিনই হাজার হাজার শরণার্থী বাংলাদেশে ঢুকছে।

শরণার্থীদের মধ্যে অনেকের শরীরে বুলেটের আঘাত দেখা যাচ্ছে।

সীমান্তে কড়াকড়ির পর অনেক শরণার্থী এখন ছোট ছোট নৌকায় নাফ নদীর মোহনা দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছে। অনেকে সাঁতার কেটেও নদী পাড়ি দেয়ার চেষ্টা করছে।

নদীতে ডুবে মারা যাওয়া ২৬ জনের মৃতদেহ গতকাল বাংলাদেশের দিকে সাগর তীরে পাওয়া যায়।

শরণার্থীদের চাপ মোকাবেলায় বাংলাদেশ আরও আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাচ্ছে।

কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ আরও বাড়ছে। বিশেষ করে রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইনে বৌদ্ধদের ওপর হামলা চালিয়েছে বলে খবর প্রচার হওয়ার পর।

জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমার সরকারের প্রতি তাদের নিরাপত্তা বাহিনীকে নিবৃত্ত করার যে আহ্বান জানাচ্ছে, তাতে যে তারা সাড়া দেবে, সেরকম কোন লক্ষণ এখনো নেই।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি