ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২৮ এপ্রিল ২০২৩

বাংলাদেশে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করেছে ফেসবুকসহ পুরো মেটা প্ল্যাটফর্ম। সম্প্রতি চিঠির মাধ্যমে এমনই এক ঘোষণা দিয়েছে বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল।

গ্রাহকদেরকে কাছে পাঠানো এইচটিটিপুল এর ওই চিঠি থেকে জানা গেছে, মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স জটিলতা অর্থাৎ অর্থ স্থানান্তরে সমস্যার কারণে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এর ফলে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর বাংলাদেশের বহু উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন।

এইচটিটিপুল হলো ফেসবুক তথা মেটার বাংলাদেশি সেলস রিপ্রেজেন্টেটিভ। তাদের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে যে কোনও বিজ্ঞাপনের বিল ডলারে না দিয়ে টাকায় দিতে পারে। কিন্তু এই সিদ্ধান্তের কারণে এইচটিটিপুলের মাধ্যমে আপাতত বাংলাদেশ থেকে ফেসবুক-সহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ক্যাম্পেইনের মূল্য পরিশোধ করা যাবে না বা এটি সীমিত থাকবে।

সাম্প্রতিক এই পরিস্থিতির ওপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই বলে চিঠিতে জানিয়েছেন এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল। সমস্যার দ্রুত সমাধান করতে তারা ডিজিটাল মাধ্যমে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। পরিষেবাটি চালু হওয়া মাত্র তারা বিষয়টি সবাইকে জানাবেন বলে চিঠিতে জানানো হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি