ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের ২ কোম্পানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ২৮ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২১:৩৬, ২৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা, সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুইটি প্রধান কোম্পানি। ওই দুই  কোম্পানি হলো- আবুধাবি পোর্টস গ্রুপ ও মাসদার। তাদের এই বিনিয়োগের প্রস্তাবের  প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনার লোকবল আনুন এবং যত খুশি প্ল্যান্ট স্থাপন করুন।’

প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মোলার মারস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে।

আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগের অধীনে কনটেইনার এবং বহুমুখী টার্মিনাল এবং সুবিধাগুলোর অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তাবিত তিনটি বে-টার্মিনালের মধ্যে একটি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে।

গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের স্বাগতপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বিনিয়োগ বাংলাদেশি বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়তা করবে।

এ ছাড়া নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। যেন ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি