ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা ব্যবসায়ীদের প্রতি ড. ইউনূসের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। শুক্রবার বেইজিংয়ের 'দ্য প্রেসিডেন্সিয়াল'-এ চীনা ব্যবসায়ী নেতাদের সাথে এক বিশেষ বিনিয়োগ সংলাপে তিনি বাংলাদেশের বিশাল অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন।

ড. ইউনূস তার বক্তৃতায় উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের বিশেষ সুবিধার কথা তুলে ধরেন, যেখানে গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকা ও বঙ্গোপসাগরের অবস্থান বাণিজ্যিক সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

"নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের জন্য বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো গুরুত্বপূর্ণ গেটওয়ে হিসেবে কাজ করতে পারে," বলেছেন ড. ইউনূস। তিনি বাংলাদেশের যুবশক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, "আমাদের ১৭ কোটি জনসংখ্যার বড় অংশই তরুণ, যারা উদ্যম, সৃজনশীলতা ও উচ্চাকাঙ্ক্ষায় পরিপূর্ণ।"

ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক রূপান্তরের কথা উল্লেখ করে বলেন, "বাংলাদেশ এখন একটি সম্পূর্ণ নতুন দেশে পরিণত হয়েছে। আমাদের নতুন প্রজন্ম ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করছে।" তিনি চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা বাংলাদেশের এই বিশাল ব্যবসায়িক সম্ভাবনার পূর্ণ সুবিধা নিতে পারেন।"

চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এই সংলাপে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ড. ইউনূসের এই উদ্যোগকে বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা

সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি