ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ইয়েতি অভিযান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা ‘ইয়েতি অভিযান’। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ২৪ নভেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে যৌথ প্রযোজনায় ‘ইয়েতি অভিযান’ নির্মিত হচ্ছে জানা গেলেও নির্মাণের মাঝে যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ মাল্টিমিডিয়া। তবে এ সিনেমাটি আমদানি করার পাশাপাশি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘সাফটা চুক্তির নীতিতে ‘ইয়েতি অভিযান’-এর বিপরীতে কলকাতায় যাচ্ছে শাকিব খান-বুবলীর সিনেমা ‘বসগিরি’।’

তবে ‘বসগিরি’ সিনেমাটি কবে কলকাতায় মুক্তি পাবে সেটি জানা যায়নি।

তিনি আরও বলেন, ‘আমরা ‘ইয়েতি অভিযান’ এর সেন্সর ছাড়পত্র পেয়েছি। আশা করি, সিনেমাটি বাংলাদেশের দর্শক পছন্দ করবেন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে ‘ইয়েতি অভিযান’ নির্মাণ করছেন সৃজিত। যার প্রধান চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্য একটি চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। আরো অভিনয় করেছেন ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম।

‘ইয়েতি অভিযান’-এ মিমের চরিত্র ভিন্ন ধাঁচের, অন্যদিকে ফেরদৌসকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর আগে একই সিরিজের কাহিনী নিয়ে সৃজিত নির্মাণ করেন ‘মিশর রহস্য’। গত ২২ সেপ্টেম্বর দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’।

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি