ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি কোম্পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২১ ডিসেম্বর ২০১৮

সিলেটের ছাতক সিমেন্ট কারখানার অব্যবহৃত জমিতে সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কোম্পানি (এসবিএফসিসিএল) নামে নতুন একটি কারখানা স্থাপন করা হবে। সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) যৌথ বিনিয়োগে হবে এ কারখানা। এ জন্য প্রাথমিকভাবে ৩০ কোটি ডলার বা আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে সৌদি কোম্পানিটি। পর্যায়ক্রমে বিনিয়োগের পরিমাণ বাড়বে।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স ও বিসিআইসি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। শিল্প মন্ত্রণালয়ে সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ এন হিজি ও বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হক চুক্তিতে সই করেন।

এ ছাড়া বিসিআইসির আওতাধীন জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির (জেমকো) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও পণ্য বৈচিত্র্যকরণে বিনিয়োগ করবে সৌদি এ কোম্পানি। এ জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হলেও পর্যায়ক্রমে তা সাড়ে তিন কোটি ডলারের সমপরিমাণ ৩০০ কোটি টাকা করা হবে। একই অনুষ্ঠানে সৌদি ইঞ্জিনিয়ারিং ও জেমকো আরেকটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। সৌদি কোম্পানির এন হিজি ও জেমকোর ব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমেদ ভূঁইয়া চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্প সচিব আবদুল হালিম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, সৌদি আরবের খ্যাতনামা এ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি দ্বিপক্ষীয় বিনিয়োগের বড় সুযোগ সৃষ্টি করবে। এ বিনিয়োগ চুক্তির ধারাবাহিকতায় আগামীতে দেশে আরও সৌদি বিনিয়োগ আসবে। তিনি অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগে এগিয়ে আসতে সৌদি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

মোহাম্মদ এন হিজি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবকাঠামোর ব্যাপক অগ্রগতি হয়েছে। সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কও জোরদার হচ্ছে। এ বিনিয়োগের ধারাবাহিকতায় এ দেশে আরও সৌদি বিনিয়োগ আসবে বলে তিনি জানান।

চলতি বছরের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সময় শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের তিনটি সমঝোতা স্মারক সই হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি