বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন বাতিল করলেন ট্রাম্প
প্রকাশিত : ১২:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১২:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/11-2502160621.jpg)
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা তহবিল কমানোর অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য নির্ধারিত বড় ধরনের অর্থায়ন বাতিল করেছে। এরমধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে জানানো হয়, ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) রোববার (১৬ ফেব্রুয়ারি) এক ঘোষণায় জানায়, বাজেট কাটছাঁটের অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের জন্য নির্ধারিত তহবিল বাতিল করা হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাতিল করা হয়েছে। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ ২১ মিলিয়ন ডলারের প্রোগ্রাম বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ ও ভারত ছাড়াও সহায়তা তহবিল বাতিলের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। এরপরমধ্যে, মোজাম্বিকে ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার ১৪ মিলিয়ন ডলার, মলদোভার ২২ মিলিয়ন ডলার, নেপালের ৩৯ মিলিয়ন ডলার, মালির ১৪ মিলিয়ন ডলার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাজেট খরচ কমানোর পদক্ষেপ হিসেবে এই অর্থায়ন বাতিল করেছে। ইলন মাস্ক ইতোমধ্যেই বলেছেন, “বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।”
গণআন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।
এই ঘোষণার কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। যদিও বৈঠকের পর মার্কিন-ভারত সম্পর্ক জোরদার করার ঘোষণা দেওয়া হয়, তবে এই বাজেট কাটছাঁট নিয়ে কোনো যৌথ বিবৃতি আসেনি।
যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাঁট নীতির ফলে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব পড়বে। এ ছাড়া অন্যান্য দেশেও আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল অনেক কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে
এমবি//
আরও পড়ুন