ঢাকা, শুক্রবার   ০৫ জুলাই ২০২৪

বাংলাদেশেও আশংকাজনক হারে বাড়ছে হৃদরোগ

প্রকাশিত : ১৫:৪৯, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১৪ অক্টোবর ২০১৬

বিশ্বে এক নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগকে ধরা হয়। বাংলাদেশেও দিন দিন  আশংকাজনক হারে বাড়ছে এ রোগীর সংখ্যা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় ৫ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। নিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত কোলেস্টরেলযুক্ত খাবার না খাওয়া, ধুমপান না করাসহ নিয়মিত শরীর চর্চার মাধ্যমে এ রোগের ঝুঁকি কমামো সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। বাংলাদেশ হার্ট রিসার্চ এ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ চিকিৎসকরা অংশ নেন।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি