ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের জন্য মাশরাফীর শুভকামনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

অপেক্ষার প্রহর শেষ হলো ক্রিকেটভক্তদের। পাকিস্তানের আয়োজনে দীর্ঘ ৮ বছর পর আজ বুধবার মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। একদিন পর ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের। এই টুর্নামেন্টে নামার আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন মাশরাফী। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা। সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভকামনা সবসময়।'

চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে প্রায় ৮ বছর পর। মাশরাফী সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাশরাফী। সেবার সেমিফাইনালে গিয়েছিল টাইগাররা। এরই মধ্যে ক্রিকেটের সঙ্গে যুক্তও নেই মাশরাফী। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বারবার ঘুরেফিরে সামনে আসছে তার নাম।

এ মুহূর্তে মাশরাফি অবশ্য ক্রিকেট থেকেই বহু দূরে। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সরকার পতনের পর পড়েন জনরোষের মুখে। জ্বালিয়ে দেয়া হয় নড়াইলে থাকা তার বাড়িটিও।

রাজনৈতিক কারণে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি। ক্রিকেট পাড়ায়ও দীর্ঘদিন হলো খোঁজ নেই মাশরাফীর। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি