ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৬৮ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ৩ জুন ২০১৮ | আপডেট: ২৩:২৫, ৩ জুন ২০১৮

বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৬৮ রান। বাংলাদেশ টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৬৭ রান। জয়ের জন্য দরকার এখন বাংলাদেশের ১৬৮ রান।

রোববার দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে  বোলিং বেছে নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর আফগান দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটে চড়ে দারুণ শুরু করেছিলেন আফগানরা। তবে,উসমান ঘানির স্ট্যাম্প উড়িয়ে দিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন রুবেল হোসেন।

এর মধ্যে চার ওভার বল করে সাকিব আল হাসান ১৭ রান, আবু জায়েদ ৪২ রান এবং রুবেল হোসেন ৩২ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।

এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এক ওভার করে এক রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। মাহমুদুল্লাহর ১৪তম ওভারে হাঁকাতে গিয়ে প্রথমে ফিরলেন নাজীবউল্লাহ জাদরান (২)। ২ বল বিরতিতে শূন্য হাতে ফিরলেন মোহাম্মদ নবী (০)। এরপর ১৭তম ওভারের প্রথম বলে লং অনে শামিউল্লাহ শেনওয়ারির ক্যাচটা ধরতে পারলেন না মাহমুদউল্লাহ। রুবেলের বলে সে বলটা চার হয়ে গেল। সেটাই ম্যাচের রূপ আরেকবার বদলে দিল।

১৮ তম ওভারে আবু জায়েদকে নিয়ে রীতিমতো খেললেন শেনওয়ারি। শেষ বলে ভুল এক শটে আউট হওয়ার আগেই দুই চার ও দুই ছক্কায় ২০ রান তুলে ফেলেছেন জায়েদের তৃতীয় ওভার থেকে। ৯ বলে ৮ রানে জীবন পাওয়া শেনওয়ারি শেষ পর্যন্ত আউট হলেন ১৮ বলে ৩৬ রান করে।

পরে ১৯ তম ওভারে ১৩ রান দিলেন রুবেল। ২০তম ওভারের প্রথম দুই বলেই ছক্কা মারলেন সফিকউল্লাহ। এরমধ্য দিয়ে শেষ ওভারেও ১৯ রান তুলেছে আফগানিস্তান। এক ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট পাওয়ার পরও মাহমুদউল্লাহকে দিয়ে আর কোনো ওভার করানো হয়নি।  

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি