বাংলাদেশের টেলিফিল্মে জি বাংলার সুদিপ্তা ও কৌশিক
প্রকাশিত : ২৩:৩৯, ৬ ডিসেম্বর ২০১৭
কলকাতার জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার ‘বিকেলে ভোরের ফুল’ সিরিয়ালের ময়না চরিত্রের সুদিপ্তা চক্রবর্তী ও ‘রাই কিশোরী’ সিরিয়ালের কৌশিক দাশ বাংলাদেশের টেলিফিল্মে অভিনয় করলেন। ‘ক্রস কানেকশন’ নামে টেলিফিল্মটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কলকাতার দীঘা মান্দারমনি এলাকায়।
কলকাতার জনপ্রিয় লেখক রণজিৎ-এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। সুদিপ্তা কৌশিক ছাড়াও টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন লাক্স তারকা নিশাত জেরিন অরিন, তূর্য নাসির ও সুব্রত। এটি প্রযোজনা করেছেন টি.এস নূর প্রোডাকশন।
টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে, ভোর বেলা সমুদ্র সৈকতে একা একা হাঁটছে সুজানা। হঠাৎ একটি সুন্দর শামুকে তার চোখ পড়ে। শামুক নিতে গেল তার আগেই দৌড়ে এসে তুলে নেয় সুপর্ণা। দু’জন দু’জনকে দেখে অবাক হয়। তারা দু’জনই ঘনিষ্ঠ বান্ধবী। ভার্সিটির হলে একই রুমে থাকেন দু’জন।
ভার্সিটি বন্ধ থাকায় পরিবারের সঙ্গে দু’জনই আলাদা ভাবে ঘুরতে এসেছেন কলকাতার দীঘা সৈকতে। আসার সময় তাদের প্রেমিকদেরও খবর দিয়ে এসেছেন। কিন্তু তারা জানে না, দু’জনই একই ব্যক্তিকে ভালবাসে। যখন জানতে পারে, তখন দুই বান্ধবীর মধ্যে শুরু হয় মনোমালিন্য। ভালবাসার মানুষটিওকে তারা ভুল বুঝে। একপর্যায়ে তারা জানতে পারে, তাদের প্রেমিক একজন নন, জমজ দুই ভাই। এ রকমই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম `ক্রস কানেকশন`।
পরিচালক জানান, খুব শিঘ্রই টেলিফিল্মটি একটি বেসরকারী টেলিভিশনে সম্প্রচার হবে।