‘বাংলাদেশের পোশাক কারখানা এখন সবচেয়ে নিরাপদ’
প্রকাশিত : ১৮:১৮, ২৩ জুলাই ২০১৮
পশ্চিমা পোশাক ক্রেতারা বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য নিতে প্রস্তুত আছে। কারণ এ দেশের গার্মেন্টস খাতের কর্ম পরিবেশ এখন অনেক বেশি নিরাপদ। বললেন আমেরিকান অ্যাপারেল ব্র্যান্ডের একজন শীর্ষ নির্বাহী ও অ্যালায়েন্স সদস্য সিন কেডি।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেডি বলেন, গত ৫ বছরে বাংলাদেশের পোশাক খাতে অনেক পরিবর্তন হয়েছে। কারখানাগুলো এ খাতের শ্রমিকদের জন্য বিশ্বের মধ্যে অন্যতম নিরাপদ স্থানে পরিণত হয়েছে। গার্মেন্টসে নিরাপত্তা নিশ্চিত করার এই মডেল তারা এখন ভিয়েতনাম, ভারত, পাকিস্তানেও ছড়িয়ে দিতে চায়।
কেডি বলেন, বাংলাদেশের পোশাক খাতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে বলে আজ আমাদের ক্রয় আদেশও বেড়েছে। ৫ বছর আগের ক্রয়াদেশ আর এখনকার ক্রয়াদেশের দিকে তাকালে সেটা দেখা যায়।
আরকে//
আরও পড়ুন