ইউনূস-মোদি বৈঠক
বাংলাদেশের প্রস্তুতি থাকলেও দিল্লির নিশ্চুপ অবস্থান
প্রকাশিত : ১৭:৫০, ২৫ মার্চ ২০২৫

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। বাংলাদেশ বৈঠকের জন্য প্রস্তুত থাকলেও এখনো দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া মেলেনি।
মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, ঢাকা এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং এটি হলে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক স্থবিরতা কাটতে পারে। তবে দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধের বিষয়ে দিল্লি বিবেচনা করছে। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমসটেক সম্মেলনের ফাঁকে সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও কাঠামোগত দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম। কারণ, দিল্লি মনে করছে, এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনার জন্য এখনো যথাযথ পরিবেশ তৈরি হয়নি।
এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক মহলে আলোচনা চলছে, ইউনূস-মোদি বৈঠক কি আদৌ হবে? নাকি কৌশলগত কারণে দিল্লি এই মুহূর্তে নিশ্চুপ অবস্থান বজায় রাখছে? এখন নজর ভারতের আনুষ্ঠানিক উত্তরের দিকে।
এমবি//
আরও পড়ুন