বাংলাদেশের বিভিন্ন কম্পিটার র্যানসমওয়ার ভাইরাসে আক্রমণের শিকার
প্রকাশিত : ১৮:১৭, ১৪ মে ২০১৭ | আপডেট: ১২:৩২, ২৫ মে ২০১৭
বাংলাদেশের প্রায় অর্ধশত ব্যক্তি প্রতিষ্ঠানের বিভিন্ন কম্পিটারে র্যানসমওয়ার ভাইরাসে আক্রমণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। হ্যাংকিয়ের পর সব ফাইলে নতুন পাসওর্য়াড দিয়ে বিভিন্ন অংকের ডলার আর বিট কয়েন দাবী করেছে হ্যাকাররা। তবে, এরকম ভাইরাসে আক্রান্তের সাথে সাথে পিসি থেকে নেট কানেকশন বন্ধ করাসহ উদ্বিঘ্ন না হওয়ার পরমর্শ দিয়েছেন বিশেজ্ঞরা।
র্যানসমওয়ার ভাইরাস আক্রমণের শিকার বিশ্বের ১শটিরও বেশি দেশের প্রায় সেবাখাতের লক্ষাধিক কম্পিউটার। বাদ যায়নি ব্যক্তিগত কম্পিউটারও। বাংলাদেশেও র্যানসমওয়্যার আক্রমণ হয়েছে। তবে এ সংখ্যায় খুব বেশি নয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য মতে মাত্র এক দিনে বাংলাদেশে প্রায় অর্ধশত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কম্পিউটারের দখল নেয় এ র্যানসমওয়ার ভাইরাস। বাদ যায়নি বিভিন্ন প্রতিষ্ঠানও। এখন পর্যন্ত ব্যক্তিগত কম্পিটারে আক্রমণের সংখ্যাই বেশী।
এরকম আক্রমণ আরো বাড়ার আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা ।
তবে উদ্বিঘœ না হয়ে কাম্পিউটারের ইন্টারনেট সংযোগ বন্ধ কারার সাথে সাথে বিভিন্ন পরামর্শ দিয়েছেন তারা।
এরকম ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রশিক্ষিত ব্যাক্তি রয়েছে বলে দাবী করেছেন বিশিষ্ট কম্পিউটার প্রোগ্রামার মোস্তফা জব্বার।
ভবিষ্যতে সাইবার আক্রমণ মোকাবেলায় ব্যবহারকারীদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার পরমর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন