ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৭ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মৎসজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

সাগর দ্বীপে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফেরত আসা ৯৫ জন মৎসজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের জানিয়েছিল, এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই, ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে।”

এরপর বাংলাদেশের বিরুদ্ধে আটক ভারতীয় মৎসজীবীদের উপর মারধরের অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, “দেখলাম কয়েকজন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চাননি।”

মমতা বলেন, “জানতে পারলাম তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।”

মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানান, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মৎসজীবীদের কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছিল। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে যদিও বাংলাদেশের তরফ থেকে তেমন পদক্ষেপ দেখা যায়নি।

এর আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশে আটক মৎসজীবী বিনিময় ঘটেছিল রোববার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি