বাংলাদেশের মূল্যস্ফীতি কমার পূর্বাভাস এডিবি’র
প্রকাশিত : ১৪:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৩
চলতি অর্থবছরের শেষ নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি কমার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর ২০২৩-এ এ তথ্য জানানো হয়।
এতে অর্থবছর শেষে মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে। বাংলাদেশের মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই ১০ শতাংশের কাছাকাছি রয়েছে। সব শেষ আগস্টে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
এডিবি বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে অ-জ্বালানি পণ্যের দাম খানিকটা কমার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি কমতে পারে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এডিবি। এর আগে গত জুলাইতে প্রকাশিত আউটলুকেও এডিবি সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল।
এএইচ
আরও পড়ুন