ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচেও হারলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:০০, ৬ অক্টোবর ২০১৮

প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত, দ্বিতীয় ম্যাচ ও তৃতীয় ম্যাচে হারতে হয়েছে বড় ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে হারলো স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে হারলো ৭ উইকেটের ব্যবধানে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভারে অলআউট হওয়ার আগে করে ৭৭ রান। জবাবে, আগেই সিরিজ জেতা পাকিস্তানের মেয়েরা ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের রুমানা আহমেদ ২৪ আর ফাহিমা খাতুন ১৪ রান করেন। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
আর, ৭৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার আয়েশা জাফর ৪ আর নাহিদা খাতুন ১৭ রান করেন। তিন নম্বরে নামা অধিনায়ক জাভেরিয়া খান ৩৬ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন মুনিবা আলি।

ফলে বাংলাদেশের বিপক্ষে ৩-০তে সিরিজ জয় করে পাকিস্তানি মেয়েরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি