ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ

বাংলাদেশের ম্যাচের সূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসির মেগা টুর্নামেন্টের অষ্টম আসরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। ম্যাচটি কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট মাঠে রাত ১১টায় শুরু হবে।

এবারের আসরে অংশগ্রহণকারী ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে আছে ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ আগামী ২১ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর একদিন বিরতি দিয়ে ২৩ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই তিন ম্যাচে রিজার্ভ ডে থাকছে।

নারী বিশ্বকাপে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশের খেলার সূচি:
১২ ফেব্রুয়ারি (রাত ১১টা) বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-কেপটাউন, ১৪ ফেব্রুয়ারি (রাত ১১টা) বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ঘেবেখার, ১৭ ফেব্রুয়ারি (সন্ধ্যা ৭টা) বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড- কেপটাউন, ২১ ফেব্রুয়ারি (রাত ১১টা) বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা-কেপটাউন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি