ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:২২, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

‘বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নাই’ বলে  মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সব মানুষ আজ তারেক রহমান বলতে অন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার পতনের পর তিনি (তারেক) তাঁর সঠিক পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প নাই।’

সাবেক উপমন্ত্রী দুলু আরও বলেন, ‘তারেক রহমানের ইতিবাচক পদক্ষেপের কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগসহ অনেকেই অনেকভাবে ছোট করার চেষ্টা করেছেন। কিন্তু তারেক রহমান দক্ষতা ও যোগ্যতা দিয়ে আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন– এটাই তিনি তাঁর কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছেন।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি