ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের সঙ্গীত নিয়ে কাজ করতে চান রাহাত ফতেহ আলী খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশি সঙ্গীত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সেইসঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার আশা প্রকাশ করেন তিনি।

তথ্য ও সম্পচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তাদের সাক্ষাৎ হয়।

এ সময় বাংলাদেশি সঙ্গীত নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাহাত ফতেহ আলী খান। বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
 
আর সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান সারা বিশ্বের সম্পদ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
 
শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি