ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ‘দেশপ্রেমিক’ বললেন আসামের মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:১২, ২ জানুয়ারি ২০২৫

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছেন তাদের একটা বড় অংশ গার্মেন্টস শিল্প-শ্রমিক। আর বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ‘দেশপ্রেমিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বশর্মা এই বিষয়টি উত্থাপন করেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।

তিনি মন্তব্য করেন যে বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার ফলেই অনুপ্রবেশ বেড়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে অস্থিরতায় শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন। পোশাক শিল্পেও বেশিরভাগ শ্রমিকই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ। তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যাদের আমরা ভারতে সংখ্যালঘু বলি।”

তিনি বলেন, “আমাদের দেশের অনেক পোশাক কারখানার মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে।”

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা “ব্যাপক নির্যাতন সহ্য করলেও” ভারতে আসার চেষ্টা করছেন না, কারণ “তারা দেশপ্রেমিক”।

“গত পাঁচ মাসে অন্তত আসামে আমরা একজনও বাংলাদেশি হিন্দুকে আসতে দেখিনি,” ওই আলাপচারিতার একটি ভিডিওতে বিশ্বশর্মাকে বলতে শোনা গেছে।

তিনি এটাও বলেছেন যে “আমাদেরও উচিত নয় যে তাদের ভারতে আসতে উৎসাহ দেওয়া।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি