ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের ৭৯ জেলেসহ ২ ট্রলার নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামের ট্রলার দুটিতে মোট ৭৯ জন নাবিক ও জেলে ছিলেন বলে জানিয়েছে ট্রলার দুটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড ও এসআর ফিশিং লিমিটেড।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি নিয়ে যাওয়া হয় বলে ট্রালার দুটির মালিকপক্ষ জানিয়েছে।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম, বাংলাদেশি ট্রলারদুটি ভুল করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে আলোচনা করছে।

এদিকে ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, ঘটনাটি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় ঘটেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি