ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় দুইজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৪ জুন ২০২০ | আপডেট: ১৪:৩১, ৪ জুন ২০২০

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতের পরিচয় জানা যায়নি।

শাহবাগ থানার এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর পরই বাসটিকে আটক করেছে পুলিশ। মরদেহ ঢামেকে পাঠানে হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিহঙ্গ পরিবহনের বাসটি শাহবাগ থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। বাংলামোটর সিগন্যালে এসে বাসটি দ্রূতগতিতে চলতে থাকে। এসময় মগবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা দুইজন পথে ছিটকে পড়ে। পথেই তাদের মৃত্যু হয়। এসময় একজন পথচারিও গুরুত্বর আহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাসটির চালক, তার সহযোগীকে (হেলপার) আটক করেছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে।

বাসচালকের দাবি, তার ব্রেকফেল করায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাই এই দুর্ঘটনা ঘটেছে।

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম শামীম বলেন, ‘বাংলামোটর মোড়ে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকে

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি