ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘বাংলায় কথা না বললে তৃপ্তি আসে না’

গবি সংবাদদাতা

প্রকাশিত : ২১:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

জাহীদ রেজা নূর

জাহীদ রেজা নূর

বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক জাহীদ রেজা নূর বলেছেন, বাংলায় কথা না বললে আমাদের তৃপ্তি আসে না। মন উজাড় করে মনের কথা বলতে পারিনা। মাতৃভাষার যে স্বাদ তা অন্য কিছু দিয়ে মেটানো সম্ভব না। প্রত্যেকের মাতৃভাষায় তার অস্তিত্বের ভাষা। তাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মাতৃভাষা ব্যবহারের বিকল্প কিছু হতেই পারে না।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে 'ভাষা আন্দোলন ও আজকের বাংলাদেশ' শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এ আলোচনা সভার আয়োজন করে। 

আলোচনায় তিনি বাংলা ভাষার দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। একইসঙ্গে বাংলা ভাষার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিশদ আলোচনা করেন। সভার শেষে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

গবিসাসের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেড় ঘণ্টাব্যাপী এ আলোচনা সভায় গণ বিশ্ববিদ্যালয় ছাড়াও অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি