ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাংলায় কথা বলা রোবট উদ্ভাবন, প্রশ্ন করলে দেয় উত্তরও (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ২২ অক্টোবর ২০২২

ঝরঝরে বাংলায় কথা বলা রোবট উদ্ভাবন করে হৈ চৈ ফেলে দিয়েছেন নোয়াখালীর কবিরহাটের কলেজ শিক্ষার্থী ছাব্বির মাহমুদ মামুন। পদ্মাসেতু নামের রোবটটিকে দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। 

দেশের প্রধানমন্ত্রীর নামসহ বিখ্যাত ব্যক্তিদের নাম অনায়াসেই বলে দিতে পারে রোবটটি। প্রশ্ন করলে দেয় উত্তরও। 

ছোটবেলা থেকেই নানাকিছুর উদ্ভাবক মামুন এখন কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজে ব্যবসায় শিক্ষায় অধ্যয়নরত। নিজের তৈরি স্মার্টসড়ক, ডাস্টবিন ও জানালা উপস্থাপন করে ৪২ ও ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পরপর দুবার উপজেলা পর্যায়ে প্রথম হয়েছেন তিনি।

মাত্র ছয়মাসের চেষ্টায় রোবটটি তৈরি করেছেন মামুন। 

উদ্ভাবক ছাব্বির মাহমুদ মামুন বলেন, “এটার মধ্যে মূল্যবান হচ্ছে একটা রোভার। যেটা মঙ্গলগ্রহে পাঠানো যাবে সেরকম একটা রোবট তৈরি করছি। একটা ড্রোন যেটা পাখির মতো হবে, সেটা নিয়ে কাজ করছি।”

প্রত্যন্ত অঞ্চলে স্বল্প ব্যয়ে উদ্ভাবিত মামুনের রোবট দেখে খুশি স্বজন ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, “যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ। বাদাম রোপন করার জন্য একটা আবিষ্কার চেষ্টা করছে। তার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছি।”

এই তরুণের অদম্য সাহস ও উৎসাহ প্রশংসনীয় উল্লেখ করে সহযোগিতার আশ্বাস পৌর মেয়রের।

কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান বলেন, “সে কি ধরনের সহযোগিতা চায়, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জনে আশাবাদী মামুন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি