ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাইটড্যান্সের মাধ্যমে ভিন্ন মতাবলম্বীদের নজরদারি করে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ১৩ জুন ২০২৩

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহারকারীদের শনাক্ত ও তাদের ব্যাপারে তথ্য পেতে চীনা কমিউনিস্ট পার্টি মূল কোম্পানি বাইটড্যান্স থেকে তথ্য নিয়ে থাকে বলে আদালতে এক শুনানিতে বলেছেন ওই কোম্পানির প্রাক্তন এক নির্বাহী।

জিনতাও রজার ইউ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে বাইটড্যান্সের প্রকৌশল বিভাগের প্রাক্তন প্রধান। তিনি জানান, বেইজিংয়ে বাইটড্যান্সের অফিসে চীনা কমিউনিস্ট পার্টির একটি বিশেষ কমিটি রয়েছে, যারা যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীসহ সকল ব্যবহারকারীর ডেটা নিরীক্ষণ করে। ওই কমিটিকে ‘গড ক্রিডেন্সিয়াল’ হিসেবে অভিহিত করা হয়েছে দ্য স্ট্যান্ডার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

জিনতাও রজার ইউ বলেন, চীনা কমিউস্টি পার্টির নজরদারি থেকে তথ্যগুলো সুরক্ষিত করার জন্য বাইটড্যান্স যতগুলো পদক্ষেপ নেয় তার বিপরীতে ‘পেছনের দরজা’ হিসেবে কাজ করে ওই কমিটি। সানফ্রান্সিকোর আদালতে তিনি বলেন, ওই কমিটির সদস্যরা সাধারণত বাইটড্যান্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মীসহ ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে আলোচনা করেন।

অন্যদিকে ওই কোম্পানি চীনা কমিউনিস্ট পার্টির প্রোপাগান্ডা ছড়াতেও কাজ করে বলে জানান প্রতিষ্ঠানটির প্রাক্তন কর্মকর্তা জিনতাও রজার। তিনি আরও বলেন, বাইটড্যান্স হংকং বিক্ষোভকারীদের পক্ষে কনটেন্ট সুপ্ত করে ফেলে। অন্যদিকে তাদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনাগুলোকে সামনে এনে তুলে ধরে।

এদিকে বাইটড্যান্স বলছে, জিনতাও রজার ইউ এক বছরেরও কম সময় কোম্পানির সঙ্গে কাজ করেন। তাকে ফ্লিপাগ্রাম নামে একটি অ্যাপের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটি এখন সচল নয়।

অভিযোগ অস্বীকার করে এক মেইলে পাঠানো জবাবে বাইটড্যান্স বলছে, তারা ওই ব্যক্তির মামলার বিরুদ্ধে জোরালোভাবেই লড়বে। এই মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেছে কোম্পানিটি। তাদের মতে, এটি রহস্যজনক যে, জিনতাও রোজার ইউ তার চাকরি ছাড়ার পাঁচ বছরের মধ্যেও এই অভিযোগগুলো করেননি, যা তিনি এখন করছেন। তার এই কার্যক্রম আসলে মিডিয়ার নজর পাওয়ার জন্য।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি