ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। 

রিপাবলিকান দলীয় এই স্পিকার বলেন, তদন্তের কেন্দ্রে থাকবে বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ। 

তবে ম্যাকার্থির এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস বলেছেন, ৯ মাস ধরে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করলেও তারা তার অন্যায়ের কোনো প্রমাণ পাননি। 

এদিকে, রিপাবলিকানরা বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়েও নজর দিয়েছেন। যদিও হোয়াইট হাউস হান্টারের বিরুদ্ধে মামলায় কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি