বাউল সম্রাট শাহ আব্দুল করিম`র ১০৯তম জন্মবার্ষিকী আজ
প্রকাশিত : ১২:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯ তম জন্মবার্ষিকী আজ।
এই উপলক্ষে বিকাশ এর সহযোগিতায় ১৫-১৬ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপি লোক উৎসবের আয়োজন করা হয়েছে।
‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’ ‘বন্দে মায়া লাগাইছে’, ‘বসন্ত বাতাসে সই গো’, আগে কি সুন্দর দিন কাটাইতামসহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার শাহ আবদুল করিম। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধল আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম ইব্রাহীম আলী ও মা নাইওরজান। দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আবদুল করিমের সঙ্গীত সাধনার শুরু ছেলে বেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী, যাকে তিনি আদর করে ‘সরলা’ নামে ডাকতেন। তার রচিত গান দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে ।
তার রেখে যাওয়া গানকে সরকারী-বেসরকারিভাবে পৃষ্টপোষকতার দাবী জানান ভক্তরা। ভক্ত ও বাউলদের দাবি, করিমের গান শুদ্ধভাবে পরিবেশন ও স্বরলিপিসহ গান সংরক্ষণের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি কমপ্লেক্স তৈরী করা।
এমএম//