ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বাকিংহাম প্যালেসের বাইরে পুলিশের ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৬ আগস্ট ২০১৭

লন্ডনে বাকিংহাম প্যালেসের বাইরে ছুরি নিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে দুই পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। হামলাকারীকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির।


স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাদের জখম ততটা গুরুতর নয় এবং তাদের হাসপাতালে যাওয়ার দরকার হয়নি। এ ঘটনার তদন্ত করছে আইনশৃংখলা বাহিনী।


ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবনের কাছে পুলিশকে হামলা ও জখম  অভিপ্রায়ের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে।


ব্রিটেনে এ বছর চার দফায় জঙ্গি হামলা হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা প্রবল, অর্থাৎ যে কোনো সময় সেখানে হামলা হতে পারে।


নিরাপত্তার কারণে বাকিংহাম প্রাসাদের বাইরের একটি বড় এলাকা পুলিশ ঘিরে রেখেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কর্মকর্তারা বাকিংহাম প্রাসাদের বাইরে ছুরিধারী এক ব্যক্তিকে আটকেছে। আটকের সময় দুই পুলিশ কর্মকর্তা বাহুতে সামান্য জখম হয়েছেন।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি