ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাকৃবিতে দীপাবলির মোমবাতি থেকে রোকেয়া হলে অগ্নিকান্ড

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ২৭ অক্টোবর ২০১৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসিক বেগম রোকেয়া হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে হলের 'এ' ব্লকের ৫১৩ নম্বর কক্ষে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীপাবলি উপলক্ষে একজন ছাত্রীর জ্বালানো মোমবাতি থেকে ঘটনাটির সূত্রপাত ঘটে। আগুনের ধোঁয়া দেখে ছাত্রীরা কর্মচারিদের ডাকেন। পরে কক্ষের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই ছাত্রীর বই-খাতা ও আসবাবপত্র পুড়ে যায়। তবে কক্ষের অন্যান্য ছাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

আগুনের খবর শুনে ছাত্রীরা তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একজন ছাত্রী আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, আগুনের ঘটনাটি ছাত্রীদের সম্পূর্ণ অসাবধানতার কারণে ঘটেছে। ওই কক্ষের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ব্যাপারে ওই হলের ছাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি