ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বাকৃবির মেধাতালিকায় ভর্তি শেষ, আসন ফাঁকা ৪২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে ১ হাজার ২০০ আসনের মধ্যে মাত্র বিভিন্ন অনুষদে ৭৭২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন এখনও ছয়টি অনুষদে ৪২৮টি আসন শূন্য (ফাঁকা) রয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাকৃবিতে ভর্তি কার্যক্রম চলে। বিভিন্ন অনুষদে ভর্তি শেষে ৪২৮টি আসন এখনও শূন্য রয়েছে। এর মধ্যে ভেটেরিনারি অনুষদে ৬৭টি আসন, কৃষি অনুষদে ১৩৪টি, পশুপালন অনুষদে ৫২টি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ৫৯টি, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের কৃষি প্রকৌশলে ৬১টি, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে ১৯টি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৬টি আসন শূন্য রয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, অপেক্ষমাণ তালিকাভুক্ত (সাধারণ, মুক্তিযোদ্ধা এবং উপজাতীয় কোটা) প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ওই দিন রাত আটটার মধ্যে প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে ফল প্রকাশ করা হবে। আগামী ১১ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকাভুক্তদের ভর্তি করা হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি