বাখমুতের পূর্বাংশ দখলের দাবি রুশপন্থীদের
প্রকাশিত : ০৮:৪৭, ৯ মার্চ ২০২৩
যুদ্ধ শুরু হলে বাখমুত শহরের ৯০ শতাংশ বাসিন্দা পালিয়ে যান
তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে ইউক্রেনের পূর্ব বাখমুত দখলের দাবি করেছে রুশপন্থী গোষ্ঠী ওয়াগনার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জেলেনস্কির প্রশাসন।
বুধবার দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, বাখমুতকা নদীর পূর্বের সবকিছুই এখন ওয়াগনারের নিয়ন্ত্রণে।
পূর্ব বাখমুতের একটি স্মৃতিস্তম্ভের ওপরে নিজেদের পতাকা উড়িয়ে দেয় ওয়াগনার।
এর আগে, বাখমুতের রণাঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের সঙ্গে আলাপ করে ইউক্রেন সরকার।
প্রায় সাত মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ছোট শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটিই হবে রুশ বাহিনীর বড় সাফল্য।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে বলেছিলেন যে এই শহরের কৌশলগত গুরুত্ব খুব কম। তবে এখন বলছেন, বাখমুতের পতন হলে রুশ সৈন্যদের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেওয়ার পথ উন্মুক্ত হবে।
এএইচ
আরও পড়ুন