ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে

প্রকাশিত : ১২:২২, ৪ জুলাই ২০১৬ | আপডেট: ১২:২২, ৪ জুলাই ২০১৬

বাগদাদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে। নিহতদের স্মরণে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। শনিবার মধ্যরাতে বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকার একটি মার্কেটে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঈদের কেনাকাটায় এসময় ব্যস্ত ছিল পুরো এলাকা। ঘটনায় আহত হয় ২শতাধিক মানুষ। তবে এখনো ধংসস্তুপের নীচে মরদেহ থাকার আশংকা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে আইএস। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি। এসময় জনরোষের মুখে পড়েন তার সঙ্গে থাকা সরকারী কর্মকর্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি