ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বাগদান সারলেন সোহেল তাজ, পাত্রী তার ট্রেইনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৩১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৭:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৪

শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বাগদান সম্পন্ন করেছেন সোহেল তাজ। পাত্রী তার ফিটনেস সেন্টারের ট্রেইনার

রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

জানা গেছে, কনে আয়রন গার্লখ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। 

বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজ একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এদিকে সোহেল তাজকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

সন্তানদের সঙ্গে সোহেল তাজ

প্রসঙ্গত, সোহেল তাজের তিন সন্তানের জনক।  ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি সোহেল তাজের একমাত্র পুত্র ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের বিয়ে সম্পন্ন হয়। তুরাজের মা কনকা করিম।

এর আগে এক পোস্টে সোহেল তাজ লিখেছিলেন, ‘আমার জীবনের তিনজন গুরুত্বপূর্ণ মানুষ। আমার ছেলে ও আমার দুই কন্যা। আমার ছেলেকে অভিনন্দন সে যুক্তরাজ্যে বার অ্যাট ল’ পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ করেছে। সে বাংলাদেশে আইন পেশায় নিযুক্ত হবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি