বাগেরহাটে একুশে টিভির রজতজয়ন্তী উদযাপন
প্রকাশিত : ১৪:৫৮, ১৪ এপ্রিল ২০২৫

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের নেতৃত্বে জেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সাবেক এমপি মোহাম্মদ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম, বাংলাদেশ জামায়াত ইসলামের যুব বিভাগের সভাপতি ও জেলা শুরা সদস্য শেখ মনজারুল হক রাহাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সাদ্দাম প্রমুখ।
এমবি//
আরও পড়ুন