ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বাগেরহাটে পরিচ্ছন্নতা কর্মীদের জীবন মান উন্নয়নে সমন্বয় সভা

প্রকাশিত : ১৫:৩৫, ১৯ জুন ২০১৯

বাগেরহাটে আবর্জনা ও পরিচ্ছন্নতা কর্মীদের জীবন-মান উন্নয়ন, জ্ঞান, দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে মাল্টি স্টেক হোল্ডারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উন্নয়ন সংস্থা কর্মজীবী নারীর আয়োজনে বাগেরহাট পৌর মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান।

সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবন মান উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রতিষ্ঠান কাজ করছে তাদের আগামীতে আর্থিক সুবিধা দেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, সাংবাদিক আলী আকবর টুটুল, পৌর কাউন্সিলর তানিয়া সুলতানা, শরীফা আক্তার স্বপ্না, আসমা আজাদ, সরদার শামীম আহসান, আবুল হাসেম শিপন, মো. শাহনেওয়াজ তালুকদার মোল্লা দোলন, মো. মাসুম শেখ, কর্মজীবী নারীর ব্যবস্থাপক মুক্তা আক্তারসহ মাল্টি স্টেক হোল্ডার সমন্বয় কমিটির সদস্যরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি