ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে পৌনে দুইলাখ শিশুকে ‘এ প্লাস ক্যাপসুল’ খাওয়ানো হবে

প্রকাশিত : ১৫:৫৯, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

‘ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ১ লাখ ৬৫ হাজার ৮৭৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার সারাদিন জেলার ৯ উপজেলায় এক হাজার ৯০০ টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন স্বেচ্ছাসেবকরা।

আজ বুধবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যলয়ের হল রুমে সাংবাদিকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ সব তথ্য জানানো হয়।

কর্মশালায় সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান জানান, জেলার ৯ উপজেলায় এক হাজার ৯০০ অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৩ হাজার ৮০০ স্বেচ্ছাসেবক ১ লাখ ৬৫ হাজার ৮৭৮ শিশুকে  ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫৬০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৭ হাজার ৩১৫ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে শতভাগ শিশু ভিাটমিন এ ক্যাপসুল পায় এ জন্য স্বাস্থ্য বিভাগ গভীর পর্যবেক্ষণ ও তত্ত্বাবধায়ন করবে এ কর্মসূচিকে। এর আগে এ বছরের ১৯ ফেব্রুয়ারি বাগেরহাট জেলায় এক লক্ষ ৫৯ হাজার ৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, ডা. প্রদিপ কুমার বখসী, সাংবাদিক আহসানুল করিম, আলী আকবর টুটুল, মাহফুজুর রহমান, মোল্লা মাসুদুল হক, শেখ আজমল হোসেন, আজাদুল হক, মোয়াজ্জেম হোসেন মজনু প্রমুখ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি