ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঘের আক্রমণে শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদ গুরুতর আহত

প্রকাশিত : ১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

sherpurবাঘের আক্রমণে শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদ গুরুতর আহত হয়েছেন। পরে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। সকালে জালকাটা বোরো ক্ষেতের সেচ পাম্পের পরিত্যক্ত ঘরে একটি বাঘ দেখতে পায় স্থানীয়রা। এ সময় ভীড় করে উৎসুক জনতা। পরে পৌরসভার মেয়র আবু সাইদ ঐ পরিত্যক্ত ঘরের কাছে গেলে বাঘটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঐ সময়ই বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় মেয়রকে উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি