ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঙলা নববর্ষ ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে চট্টগ্রামের হোটেল-রেস্টুরেন্টে

প্রকাশিত : ১০:৫৯, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫৯, ১২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাঙলা নববর্ষ ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে চট্টগ্রামের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে। এসবের মধ্যে থাকছে আবহমান বাঙ্গালীর সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি মুখরোচক খাবারের আয়োজন। জীর্ণ, পুরাতন, সব পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশায় আসে নতুন দিন, নতুন বছর। বাঙালীর চিরায়ত সংস্কৃতির ঐতিহ্য বাঙলা নববর্ষকে বরণ করে নিতে বন্দরনগরী চট্টগ্রামেও চলছে নানা প্রস্তুতি। চট্টগ্রামের বিভিন্ন নামি-দামি হোটেল-রেস্টুরেন্টে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। থাকছে ভাজি, ভর্তা, খিচুড়ী, সরিষা ইলিশসহ বিভিন্ন বাঙালী খাবারের আয়োজন। আয়োজনে পিছিয়ে নেই চট্টগ্রামের একমাত্র পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-ও। পহেলা বৈশাখে দিনভর নানা আয়োজন থাকছে বলে জানালেন কর্মকর্তারা। সকল অশুভ শক্তি পেছনে ফেলে এখন নতুন বছরে নতুনভাবে পথচলার অপেক্ষায় বন্দরনগরীর মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি