ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে ৮ খাবার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

অনেক বাবা-মায়ের চিন্তা হয় তাদের বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি নিয়ে। উচ্চতা বৃদ্ধি অনেকখানি নির্ভর করে জেনেটিকের ওপর। তবে এর সঙ্গে একটি বিষয় নির্ভর করে সেটি হচ্ছে খাওয়া-দাওয়া। উচ্চতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবার আবশ্যক। তবে এমন কিছু খাবার আছে যেগুলো বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে দ্রুত সাহায্য করে। তাই সেগুলো প্রতিদিনের খাবারের তালিকায় রাখা যেতে পারে।

বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে আট  ধরনের খাবার একুশে টিভি অনলাইনে তুলে ধরা হলো-

১) ডিম- আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধি করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন একটি ডিম খাদ্য তালিকায় রাখুন। তা সিদ্ধ হতে পারে আবার ওমলেট করেও খাওয়াতে পারেন।

২) দুধ- প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলসহ অনেকগুলো ভিটামিন পাওয়া যায় এক গ্লাস দুধে। ভিটামিন-ডি, ক্যালসিয়াম হাড় মজবুত করে তোলে। দুধে থাকা ফ্যাট তার শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী।

৩) সয়াবিন- সয়াবিন আপনার বাচ্চার হাড় এবং পেশি মজবুত করে তোলে। এর সঙ্গে এটি উচ্চতা বৃদ্ধি পেতে সাহায্য করে থাকে। সয়াবিন সবজির মত করে রান্না করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন।

৪) মুরগির মাংস- মুরগির মাংস প্রায় সব বাচ্চার অনেক পছন্দ। খাবারের তালিকায় এই খাবারটি রাখুন। প্রোটিন সমৃদ্ধ এই খাবারটি তাদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাস তৈরি না করাই ভাল।

৫) পালং শাক- পালং শাককে সুপার সবজি বলা হয়ে থাকে। এটি আপনার বাচ্চার হাড় মজবুত করার পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। আয়রন এবং ক্যালসিয়াম বাচ্চাকে লম্বা করতে সাহায্য করে থাকে।

৬) গাজর-  ভিটামিন-এ সমৃদ্ধ এই সবজি প্রোটিন সমন্বয় করতে সাহায্য করে। গাজর রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া বেশ উপকারী। কাঁচা গাজর সালাদ অথবা রস করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন।

৭) মটরশুটি, ছোলা-  এই ধরনের খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন-বি এবং আয়রন রয়েছে যেগুলো শরীরের কোষ বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ফলে লম্বা হতেও সাহায্য করে থাকে।

৮) ফল- ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই জ্ঞাত। ভিটামিন-এ, ভিটামিন-ডি সমৃদ্ধ ফল যেমন- মিষ্টি আলু, আম, পেঁপে, টমেটো, কলা, আপেল ইত্যাদি উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই ফলগুলো নিয়মিত আপনার বাচ্চার খাদ্যতালিকায় রাখুন।

তথ্যসূত্র : হেলথ বার্তা।

/কেএনইউ/এসএইচ/

       


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি