ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজার করতে গিয়ে লটারি কিনে ভাগ্য বদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বাজার আনার জন্য স্ত্রীর মেসেজ পেয়ে মুদি দোকানে গিয়েছিলেন মিশিগানের এক বাসিন্দা। দোকান থেকে জিনিসপত্র কেনার পাশাপাশি তিনি একটি লটারিও কিনে ফেলেন। আর এতেই জীবন বদলে যায় প্রেস্টন ম্যাকি নামের ওই ব্যক্তির। কারণ ওই লটারিতে তিনি জিতেছেন এক লাখ ৯০ হাজার ডলার!

অফিস থেকে বাড়ি ফেরার পথে তিনি একটি দোকানের সামনে থামেন এবং লটারিটি কেনেন।

এনডিটিভি জানিয়েছে, ম্যাকি একটি ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনেন ওই দোকান থেকে। ওই টিকিটে ছিল সবগুলো উইনিং নাম্বার (০৫-১২-১৬-১৭-২৯)। 

ম্যাকি বলেন, “আমার স্ত্রী যদি মেসেজ না দিতেন তাহলে সেদিন ওই দোকানে থামা হতো না। আমি সাধারণত ২ লাখ ডলারের কম হলে ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনি না। তবে সেদিন আমি দেখলাম আমার সামনেই এটি বিক্রি হচ্ছে, তাই কিনে নিয়েছিলাম।”

পরদিন আমি ভোরবেলা লটারির নাম্বারটি মিলাচ্ছিলাম। আর আমি আবিষ্কার করি যে, আমিই সেই জয়ী ব্যক্তি। 

এই অর্থ দিয়ে কি করবেন তা জানতে চাওয়া হলে ম্যাকি জানান, তিনি কিছু অর্থ তার পরিবারকে দেবেন এবং নতুন কিছু বিনিয়োগ করবেন। 

২০১৮ সালেও একই ধরণের ঘটনা ঘটেছিল। এক নারী বাঁধাকপি কিনতে গিয়ে সঙ্গে লটারিও কিনে ফেলেন। আর এতে তিনি পেয়ে যান ২ লাখ ২৫ হাজার ডলার। তার বাবা তাকে বাড়ি ফেরার পথে বাঁধাকপি কিনে আনতে বলেছিলেন। এ জন্য একটি দোকানের সামনে দাঁড়ান তিনি। আর এতেই তার কপাল খুলে যায় ওই নারীর।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি