ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজার নিয়ন্ত্রণে ৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বৈরী আবহাওয়ায় উৎপাদন কমে যাওয়ায় অভ্যন্তরীণ চাহিদা মেটানো ও বাজার নিয়ন্ত্রণে রাখতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে লবণের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে সরকারের এই সিদ্ধান্ত।

সরকার নির্ধারিত আমদানিকারকরা এই লবণ আমদানি করতে পারবেন। এ ক্ষেতে শর্ত আরোপ করা হয়েছে আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে তা বাজারজাত করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ‘কয়েক দিনের মধ্যে’ লবণ আমদানির বিষয়ে ‘এসআরও’ জারি করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায়, মে মাসে ঘূর্ণিঝড় মোরায় এবং এরপর ভারী বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।

শিল্প মন্ত্রণালয়ের হিসাবে অনুযায়ী, এ বছর দেশে লবণের চাহিদা ১৫ দশমকি ৭৬ লাখ মেট্রিক টন। এর বিপরীতে জুন মাসে শেষে লবণ মৌসুমে উৎপাদিত হয়েছে ১৩ দশমকি ৬৪ লাখ মেট্রিক টন। ফলে ঘাটতি থাকছে ২ দশমকি ১২ লাখ মেট্রিক টন।

বর্তমানে বাজারে প্রতি কেজি অপরিশোধিত লবণ ১৫ টাকা, সাধারণ খোলা লবণ ২২ থেকে ২৫ টাকা এবং প্যাকেটজাত পরিশোধিত লবণ ৩৪ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি